About Us

সংক্ষিপ্ত ইতিহাস

অত্র এলাকারগন্যমান্য ব্যক্তি বর্গ কৃষক শ্রমিক, তাঁতী নাপিত, ছাত্র জনতা সকলকে সঙ্গে নিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের ইছামতি নদীর তীরে অত্যন্ত মনোরোম পরিবেশে “ইছামতি মহাবিদ্যালয়” নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধী সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহন করেন।পরবর্তীতে প্রতিষ্ঠানটি ১৯৯১ সালে স্নাতক(পাস)পর্যায় উন্নিত হয়ে এলাকায় উচ্চ শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা সম্পূরক কার্যক্রমেও এ প্রতিষ্ঠানের সাফল্য বরাবর উল্লেখযোগ্য। এই সাফল্যের পিছনে রয়েছে প্রতিষ্ঠানের দক্ষ প্রশাসন ও শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও মেধা। প্রতিষ্ঠানটিতে রয়েছে ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক পরিষদ এবং অত্যন্ত চৌকস স্কাউট দল।মহান ভাষা শহীদদের স্বরণে প্রতিষ্ঠানটিতে রয়েছে অত্র এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার,সুবিশাল খেলার মাঠ, প্রায় দশ হাজার বই সম্বলিত লাইব্রেরী।বিজ্ঞান শিক্ষার জন্য রয়েছে্ সমৃদ্ধ বিজ্ঞানাগার।ছাত্র-ছাত্রীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ গড়ে তোলার জন্য রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।

Ichhamati Degree College at a glance


 Established : 1972
 Students : 3000+
 Teachers & Staff : 50
 Groups : 4
 Academic Buildings : 3
Folllow Our Youtube Videos